স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী নার্সিং কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কুমুদিনী কমপ্লেক্সেরে নার্সিং হোস্টেলের মাঠে এ অনুষ্ঠান হয়। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি ও নার্সিং কলেজের অধ্যক্ষ রিনা ক্রুশ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় দ্বিতীয় বর্ষের ছাত্রী বর্ষা মনির মশাল দৌড়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে ২৬টি ইভেন্টে খেলা হয়। শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।