
নুর আলম গোপালপুর ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরের বিখ্যাত জমিদার হেমচন্দ্র চৌধুরী ও সামন্তযুগের ইতিহাস নিয়ে লেখা ‘হেমনগর জমিদারের একাল-সেকাল’ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভূঞাপুর উপজেলার অর্জুনা হাজী ইসমাইল খাঁ কারিগরী কলেজ মাঠে আয়োজিত সপ্তাহব্যাপি বইমেলায় এটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সমাজ বিশ্লেষক ও প্রবন্ধকার বাদল মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন কবি তরুন ইউসুফ, বইটির লেখক গোপালপুর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের স্থানীয় সংবাদদাতা জয়নাল আবেদীন, বইয়ের প্রকাশক এবং গ্রাম প্রকাশনীর কর্ণধার আব্দুর সাত্তার খান, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, কবি ও ছড়াকার মামুন তরফদার, বনবিষয়ক গবেষক ও লেখক কামরুল মোজাহিদ, শিক্ষক নেতা শামীম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে একই সাথে মামুন তরফদারের ‘টাঙ্গাইলের নীলচাষ ও নীলবিদ্রোহ এবং কামরুল মোজাহিদের ‘পরগনা পুকুরিয়ার প্রাক-কথন’ বই দুটিরও মোড়ক উন্মোচন করা হয়।