
স্টাফ রিপোর্টার।।
আগামীকাল ২১ ফেব্রুয়ারী সারাদেশের মতো টাঙ্গাইলেও যথাযোগ্য মর্যাদায় পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। ইতিমধ্যে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারসহ জেলার সকল শহীদ মিনারগুলো। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকাল থেকেই শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে আলপনা করছে বাংলা বর্ণমালা ও বাঙ্গালী ঐতিহ্যের বিভিন্ন বিষয়ের চিত্র।