ঘাটাইল প্রতিনিধি।।
টাঙ্গাইলের ঘাটাইলে জিবিজি কলেজ মাঠে পাঁচ দিনব্যাপী অমর একুশে বইমেলা সোমবার (১৯ ফেব্রুয়ারী) থেকে শুরু হয়েছে। ঘাটাইল উপজেলা প্রশাসন ও সরকারি জিবিজি কলেজের যৌথ আয়োজনে এ বইমেলা উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান। উদ্বোধনী অনুষ্ঠানে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন পর্যায়েরর লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন ও আলোচনা সভায় অংশ নেন। মেলায় ২০ টি স্টলে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়ক বই, কবিতা, গল্প, উপন্যাসসহ লেখা বিভিন্ন বিষয়ের বই স্থান পেয়েছে। মেলার প্রথম দিনেই বইপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।