স্পোর্টস রিপোর্টার ॥
পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় ১৫৮ রানের বিশাল ব্যবধানে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়কে হারিয়ে শুভ সূচনা করেছে। বুধবার (২১ ফেব্রুয়ারী) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের “খ” গ্রুপের খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় টসে হেরে পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় নির্ধারিত ৪৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান করে। দলের পক্ষে মাহিবুর ১২৭ বলে সর্বোচ্চ ৭৭ রান করে। এছাড়া সোহান ২৫ মাহিম ২৩ ও জিহান ২৩ রান করে। বোলিংয়ে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের উজ্জল, নাজমুল, মিরাজ ও রিফাত প্রত্যেকে ১টি করে উইকেট দখল করে। জবাবে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় ২১.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯৭ রান করলে ১৫৮ রানে পরাজিত হয়। দলের পক্ষে উজ্জল সর্বোচ্চ ২৬ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের পক্ষে তুষার ১৬ রানে ৫টি উইকেট দখল করে। এছাড়া মেহেদী ৩টি উইকেট দখল করে। টুর্নামেন্টে দু’দলের জন্য প্রথম ম্যাচ ছিল।
খেলায় আম্পায়ার ছিলেন- উত্তম গৌড় ও রাসেল খান।
আগামী (২৩ ফেব্রুয়ারী) টাঙ্গাইল উচ্চ বিদ্যালয় ও সৃষ্টি একাডেমিক স্কুল, (২৪ ফেব্রুয়ারী) দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়, (২৬ ফেব্রুয়ারী) বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও সৃষ্টি একাডেমিক স্কুল, (১ মার্চ) বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ ও পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়, (২ মার্চ) টাঙ্গাইল উচ্চ বিদ্যালয় ও টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয়, (৪ মার্চ) দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় ও শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়, (৫ মার্চ) বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয় ও (৬ মার্চ) বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ ও শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়।