স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাঁধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীরের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। মেয়রের এমন আচরণের প্রতিবাদে জেলার সাংবাদিকরা সংবাদ বর্জন করেছেন।
এ সময় সাংবাদিকরা বলেন, একুশের প্রথম প্রহরের সংবাদ সংগ্রহ ও শহীদ বেদীতে প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় পৌর মেয়র সিরাজুল হক আলমগীর সাংবাদিকদের ধাক্কা দিয়ে বের করে দেন। পৌরসভার মেয়রের এমন আচরণ দেখে সে সময় স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন সাংবাদিকদের সঙ্গে বের হয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নিরালা মোড়ে অবস্থান নেন।
এ ব্যাপারে টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হল আলমগীগের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, সাংবাদিকদের সঙ্গে এমন ব্যবহার করা মেয়রের ঠিক হয়নি। আমি এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইলের বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
শহীদ মিনারে সংবাদ সংগ্রহে টাঙ্গাইল পৌর মেয়রের বাঁধা
১৩৬ Views