
গোপালপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের নন্দনপুরের বাসিন্দা মোছাঃ বিউটি বেগমকে (৫১) ১০০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ আটক করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা। জানা যায়, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টায় এসআই শফিউল্লাহ শিকদারের নেতৃত্বে মহিলা পুলিশসহ অভিযান পরিচালনা করে তাকে মাদকসহ আটক করা হয়। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, বিউটি বেগম ও তার সহযোগীর নামে মামলা দায়েরের পর গ্রেফতার দেখিয়ে বিউটিকে বুধবার (২১ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হয়েছে। তার নামে ইতিপূর্বেও গোপালপুরসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৮টি মামলা রয়েছে এবং এনিয়ে ১০ম বারের মতো গ্রেফতার করা হলো।