
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেলের গ্যারেজ থেকে মোটর মেকানিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বীর ঘাটাইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাহিদ হাসান (২৩) উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পোয়াকোলাহা গ্রামের ধলা মিয়ার ছেলে। তিনি মেসার্স মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে কাজ করতেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ভেকুর কাজ করছিলাম। নাট খোলার জন্য একটি যন্ত্রের প্রয়োজন হয়। গ্যারেজ বন্ধ দেখে দোকানের কাছে গিয়ে ডাকাডাকি করি। সাড়াশব্দ না পেয়ে হঠাৎ খেয়াল করি গ্যারেজের শার্টার একটু উঠানো। পুরো শার্টার উঠিয়ে নাহিদের কাছে গিয়ে ডাক দিলে কোনো সাড়াশব্দ মেলেনি। শরীরে ধাক্কা দিলে শক্ত লাগে। এরপর আশপাশের লোকদের ডাক দিলে তারা এসে দেখেন নাহিদ মারা গেছেন। গ্যারেজ মালিক মনির হোসেনের বড় ভাই মনসুর আলী বলেন, নাহিদ তিন মাস ধরে এখানে কাজ করছেন। ঘটনাস্থলে মোটরসাইকেলের লুকিং গ্লাস ও নম্বর প্লেট পাওয়া গেছে। রাতে কোনো এক সময় মোটরসাইকেল চুরি দেখে ফেলায় নাহিদকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা স্বাভাবিক মৃত্যু নয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।