
স্টাফ রিপোর্টার ॥
দীর্ঘ ১১৮ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ থেকে অবৈধভাবে টাঙ্গাইল পৌরসভা ট্রাকস্ট্যান্ড বসিয়ে দেয়। সেই ট্রাকস্ট্যান্ড সরিয়ে নিতে মৌখিকভাবে নির্দেশ প্রদান করেছে টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষে টাঙ্গাইল সদর থানা ভুমি (এসি ল্যান্ড) অফিস।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপজেলা ভূমি অফিসের এক কর্মকর্তা এসে এই মৌখিক নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশ তিনি এসেছেন। তিনি মৌখিকভাবে ট্রাকস্ট্যান্ডের দায়িত্বে থাকা নেতৃবৃন্দকে জানিয়েছেন, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার মধ্যেই টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দান থেকে ট্রাকস্ট্যান্ডটি সরিয়ে নিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, ট্রাকস্ট্যান্ডটি সরিয়ে নিতে ও এই স্ট্যান্ডের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ রাজি হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার মধ্যেই অবৈধভাবে গড়ে উঠা ট্রাকস্ট্যান্ড অন্যত্র সরিয়ে নিবেন তাঁরা।