
স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাঁচদিন ব্যাপী ‘অমর একুশে বই মেলা’ বুধবার (২১ ফেব্রুয়ারী) সমাপ্ত হয়েছে। শহিদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল জেলা প্রশাসনের অয়োজনে পাঁচদিন ব্যাপী অমর একুশে বই মেলার আয়োজনে করে। সন্ধায় বই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান রহমান খান ফারুক। জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন। শনিবার (১৭ ফেব্রুয়ারী) হতে এই বই মেলা শুরু হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই বই মেলার উদ্বোধন করে মেলার স্টল পরিদর্শন ও আলোচনা সভায় অংশ নেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
প্রতিদিন বিকেল ৩টা হতে রাত ৮টা পর্যন্ত চলে এই বই মেলা। বইমেলার পাশাপাশি পৌর উদ্যানের মুক্তমঞ্চে প্রতিদন শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শতবর্ষী বৃক্ষে ঘেরা প্রাকৃতিক পরিবেশের পৌর উদ্যানের বই মেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থা, সরকারী/বেসরকারী লাইব্রেরী, জেলা প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ৫৫ টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে বঙ্গবন্ধু শেখ মুজিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ, গল্প, কবিতা, উপন্যাস, ভ্রমন ও শিশুতোষ বইসহ হাজারো বইয়ের সমারোহ ঘটে এই মেলায়।