দেলদুয়ারে কৃষি তথ্য সার্ভিসের উঠান বৈঠক অনুষ্ঠিত

কৃষি টাঙ্গাইল টাঙ্গাইল সদর দেলদুয়ার

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে কৃষকদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয় ঢাকা এর আয়োজনে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের হিঙ্গানগর চরপাড়া কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রে এ বৈঠক হয়। কৃষি তথ্য সার্ভিস কর্তৃক বাস্তবায়নাধীন বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র সমূহ (এআইসিসি) শক্তিশালী করণের মাধ্যমে ই-কৃষি বিস্তার শীর্ষক কর্মসূচির আওতায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
দেলদুয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার সুফিয়া আক্তারের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের প্রধান তথ্য অফিসার বিএম রাশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন কর্মসূচির পরিচালক কে জে ফেরদৌস, ঢাকা অঞ্চলের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার সাবরিনা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন আটিয়া ইউনিয়নের উপ-সহকারি কৃষি অফিসার মাইনুল হাসান ও উজ্জল হোসেন খান প্রমুখ।
এ সময় হিঙ্গানগর চরপাড়া কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সদস্যসহ ৫০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
এর আগে সকালে একই কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের বেগুনটাল এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

২৯৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *