
স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিন পাথালিয়া গ্রামের ঐতিহ্যবাহী ২০১ গম্বুজ মসজিদ সংলগ্ন এলাকায় পুলিশ বক্স নির্মান কাজ শুরু হয়েছে। সংসদ সদস্য ছোট মনির বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকালে পুলিশ বক্স নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় গোপালপুর থানার পুলিশ কর্মকর্তবৃন্দ, ২০১ গম্বুজ মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দৃষ্টি নন্দন নির্মান শৈলীর ২০১ গম্বুজ মসজিদকে কেন্দ্র করে দক্ষিন পাথালিয়া গ্রামে দেশ-বিদেশের বিপুল সংখ্যক মুসুল্লি ও পর্যটকদের আগমন ঘটছে প্রতিদিন। তাদের নিরাপত্তার জন্য স্থানীয়দের দাবী ছিল পুলিশ বক্স নির্মানের।