মির্জাপুরে এক রাতে তিন ভবনে হানা দুই মোটরসাইকেল চুরি

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর।।
টাঙ্গাইলের মির্জাপুরে বাসা বাড়ি থেকে দুই মোটরসাইকেল চুরি হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) রাতে উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের ঠিকাদার হেলাল মিয়ার বাসা থেকে মোটরসাইকেল দুটি চুরি হয়।
জানা গেছে, একদল চোর বৃৃহস্পতিবার রাতে উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামে ঠিকাদার হেলাল মিয়ার দুই ভবন এবং মঞ্জু মিয়ার একটি ভবনের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। চোরের দল তিন ভবনে থাকা মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রী চুরির চেষ্টা করে। দুই ভবনে চুরি করতে না পারলেও হেলাল মিয়ার সাততলা ভবনের নিচ থেকে হৃৃদয় মিয়া ও আশিক মিয়ার দুটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। চোরের দল হেলাল মিয়ার ভাড়াটিয়া মির্জাপুর থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) উজ্জল মিয়ার মোটরসাইকেলটিও চুরির চেষ্টা চালায়। ওই ভবনে পাহারাদার থাকলেও তিনি কিছুই টের পাননি বলে জানা গেছে।
মির্জাপুর থানার ডিউটি অফিসার অটল কুমার দাস জানান, তিন ভবনে চোরের দল হানা দিয়ে দুটি মোটরসাইকেল চুরি করেছে বলে জানতে পেরেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

২০০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *