স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে অবস্থানরত কৃষিবিদদের নিয়ে ‘কৃষিবিদ টাঙ্গাইল’ এর আয়োজনে মিলনমেলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে দিনব্যাপী মিলনমেলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সাধারণ সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন, অর্থ ও সাপোর্ট সার্ভিসেস) জয়নাল আবেদীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফরিদুল হাসান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (অব:) ডা. আফাজ উদ্দিন মিঞা, কে-কোচার এর চীফ এক্সিকিউটিভ অফিসার ডা. খন্দকার হেলাল উদ্দিনসহ অন্যান্য কৃষিবিদগণ বক্তব্য রাখেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. আজিজুল হক। মিলনমেলা ও সাধারণ সভায় টাঙ্গাইলে অবস্থানরত কৃষিবিদরা পরিবারবর্গ অংশগ্রহণ করেন।