স্টাফ রিপোর্টার ॥
জামিনে মুক্তি পেয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জাহিদুর রহমান দিপু সরকার। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় জাহিদুর রহমান দিপু সরকার বলেন, গত ১৩ নভেম্বর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে গ্রেফতার হয়েছিলাম। আজকে মুক্তি পেলাম। কিন্তু এই সরকারের বিরুদ্ধে সব সময় মাঠে থাকব। কেন্দ্রীয় বিএনপি ও যুবদলের সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করবো।
দিপু সরকার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর গ্রামের মরহুম আব্দুস সাত্তার সিদ্দিকীর কনিষ্ঠ সন্তান। তিনি ১৯৮৭/৮৮সালে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতি শুরু করেন, যুক্ত ছিলেন নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও।