মধুপুরে শহীদ স্মৃতি স্কুলের সাংস্কৃতিক উৎসবে আব্দুর রাজ্জাক এমপি

টাঙ্গাইল মধুপুর লিড নিউজ শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
উত্তর টাঙ্গাইলের সর্ববৃহৎ বিদ্যাপিঠ মধুপুরে শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি।
মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী ইংরেজী শিক্ষক আমজাদ হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ এলাকার সুধীমহল উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

১২৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *