মির্জাপুর পরিদর্শনে দেশের ফাস্ট লেডি ড. রেবেকা সুলতানা

টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর ঘুরে গেলেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সহধর্মিণী ও সাবেক যুগ্ম সচিব দেশের ফাস্ট লেডি অধ্যাপক ড. রেবেকা সুলতানা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন ও বিকেলে উপজেলার কদিমধল্যা এলাকায় অবস্থিত ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজে বিসিএস (প্রশাসন) ১৯৮২ বিশেষ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।
ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সাবেক প্রশাসন কর্মকর্তা ড. খোন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাস্ট লেডি অধ্যাপক ড. রেবেকা সুলতানা।
এর আগে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ ও প্রতিষ্ঠানটিতে একটি শহীদ মিনারের উদ্বোধন করেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়নে আর্থিক অনুদানও প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে সাবেক অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ কায়ছারুল ইসলাম, টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, সহকারি পুলিশ সুপার (মির্জাপুর) সার্কেল এসএম মনসুর মূসা, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি আসাদুজ্জামান বাবুল।

 

 

২৩৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *