স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইলের শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে ৩ দিনব্যাপী ১১তম লাবিব প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট শেষ হয়েছে৷ শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে সেনানিবাসের গলফ মাঠে প্রতিযোগিতার সমাপনী খেলার উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল আদিল চৌধুরী। এসময় লাবিব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিগ্রেডিয়ার জেনারেল জসীম উদ্দিনসহ সেনাবাহিনীর অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক গলফার অংশ গ্রহণ করেন৷
১৪৪ Views