
গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে দ্বিতীয় মেয়াদে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তানভীর হাসান ছোট মনির এমপি গোপালপুরে সংবর্ধিত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে পৌর শহরের সূতী বাজার বণিক সমিতি, সূতী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বলাটা রোড সংলগ্ন মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সূতী বাজার বণিক সমিতির সভাপতি আবু হানিফের সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
গোপালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সুতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমূখ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কেএম গিয়াস উদ্দিন, হেমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান আইয়ুব, নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ সেন্টু, গোপালপুর কলেজের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক নাসির উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান পরিবেশন করেন।