স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল রাইফেল ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। টাঙ্গাইল রাইফেল ক্লাবের পদাধিকার বলে সভাপতি জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম ও প্রথম সহসভাপতি পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
টাঙ্গাইল রাইফেল ক্লাবের কার্যনির্বাহী পরিষদে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন চারজন। এরা হলেন- আনিছুর রহমান খান রঞ্জ (৯৪) ভোট পেয়েছেন। শাহীদুজ্জামান খান শাহীন হাজারী ভোট পেয়েছেন (৯৪), সাইদুর রহমান ঠান্ডু ভোট পেয়েছেন (৭১) ও মির্জা মাসুদ রুবেল ভোট পেয়েছেন (৬৫)। সাধারণ সম্পাদক পদে আজিজুল ইসলাম খান স্বাধীন (৭৮) ভোটে নির্বাচিত হয়েছেন।
এছাড়া যুগ্ম সম্পাদক পদে দুইজন নির্বাচিত হয়েছেন। সামছুর রহমান (৮২) ভোট, শরিফুল ইসলাম (৭৬) ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মির্জা আমিনুল হক (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) নির্বাচিত হয়েছেন। কার্য নির্বাহী পরিষদ সদস্য পদে ১১ জন নির্বাচত হয়েছেন । এরা হলেন- মীর কানিজ ফাতেমা মিম (১০৪) ভোট, সুলতান খান ( ৯৫) ভোট, রিফাত আরা অনন্যা (৯২) ভোট, ফয়জুল ইসলাম (৯০) ভোট, দিলীপ কুমার দাস ( ৮৮) ভোট, মরজুরুল হক মনজু ( (৮৫) ভোট, নাজিম উদ্দিন সরকার (৮২) ভোট, ফিরোজ আলম (৮০) ভোট, আব্দুল আওয়াল (৭৫) ভোট ও এসকান্দার হায়াত খান (৭৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মাদ আলী।