স্টাফ রিপোর্টার ॥
শ্রীলঙ্কা, মায়ানমার ও বাংলাদেশের যৌথ অংশগ্রহণে টাঙ্গাইলে বীজ ও তাঁত মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের রিদয়পুর বিদ্যাঘরে উবিনীগ, নয়াকৃষি আন্দোলনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও মায়ানমার এবং শ্রীলঙ্কার বীজ ও স্থানীয় বস্ত্রশিল্প সর্ম্পকে তুলে ধরা হয়েছে।
নয়াকৃষি আন্দোলনের সংগঠক ফরহাদ মজহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মায়ানমারে থেত নাইং তুন, শ্রীলঙ্কার জয়সিরি প্রেমরত্নে ও নিরোশানি মহেশিকা; দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফেরসৌদ আহমেদ, পাথরাইল তাঁত সমিতির সভাপতি রঘুনাথ বসাক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাম বসাক, বীজ বিস্তার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এম এ সোবহান।
মেলায় অংশ নেয়া বিক্রেতারা বলেন, আমরা মেলায় বিভিন্ন ধরনের বীজ ও গ্রামের টাটকা শাক সবজি নিয়ে এসেছি। একই সাথে টাঙ্গাইল তাঁত শাড়ির বৈচিত্রও তুলে ধরা হয়েছে।
দর্শনার্থীরা বলেন, মেলায় এসে অনেক ধরনের বীজ দেখতে পেয়েছি। যা সব সময়ই দেখতে পাওয়া যায় না। পাশাপাশি বিভিন্ন ডিজাইনের তাঁত শাড়িও দেখতে পেয়েছি। মেলায় এসে খুব আমাদের খুব ভালো লেগেছে।
নয়াকৃষি আন্দোলনের সংগঠক ফরহাদ মজহার বলেন, বাংলাদেশ ছাড়াও মায়ানমার ও শীলঙ্কার কৃষক সংগঠকরা একত্রে হয়ে কৃষি মেলায় অংশগ্রহণ করেছে। নয়াকৃষি যেভাকে কৃষি কাজ করে, কৃষিকাজের সুফল বাংলাদেশ ও আন্তর্জাতিকভাবে সুফল পেয়েছি তা প্রচার করা হয়েছে। একই সাথে পরস্পরের মধ্যে জ্ঞানের আদান প্রদান করাও হয়েছে।
মেলায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, এবং গণ্যমান্যরা ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।