
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ বলেছেন, নতুন প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে। বই পড়ার মধ্য দিয়ে মানুষ শুদ্ধ ও সংগ্রামী হয়ে উঠে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে দুই দিনব্যাপি অমর একুশে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের আয়োজনে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মোশারফ হোসেন মনি প্রমুখ।
এ সময় প্রধান অতিথি অন্য অতিথিদের নিয়ে মেলার স্টল পরিদর্শন করেন। পরে শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলায় ৭টি বইয়ের স্টল এবং ৩টি খাবার স্টল রয়েছে।