
হাসান সিকদার ॥
টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে জেলা মহিলা আওয়ামী লীগ দুই ভাগ হয়ে পড়েছে। এ নিয়ে জেলা মহিলা আওয়ামী লীগের কর্মীরা বিপাকে পড়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টাঙ্গাইলে আলাদা আলাদা কর্মসূচি পালন করেছে জেলা মহিলা আওয়ামী লীগের দুই গ্রুপ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা বাসেতের নেতৃত্বে শহরের শহীদ মিনারে আলোচনা সভা, র্যালি ও কেক কাটা হয়। অপরদিকে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে একই স্থানে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনুর নেতৃত্বে আলোচনা সভা, র্যালি ও কেক কাটা হয়েছে।
জেলা মহিলা আওয়ামী লীগের কয়েকজন নেত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে বিভক্ত দেখা দিয়েছে। কর্মীরাও বিপাকে পড়েছেন। কে, কার সভায় যাবে এ নিয়ে দ্বিধাদন্দে পড়েছেন। এভাবে চলতে থাকলে দলের মধ্যে ফাটল দেখা দিবে।
এ বিষয়ে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা বাসেত বলেন, আমরা তো সকালে মহিলা আওয়ামী লীগ প্রোগ্রাম করেছি। বিকেলে কে, কি করেছে তা জানি না। আমার দলের সাধারণ সম্পাদককে দাওয়াত দিয়েছি কিনা তা ওনাকে জিজ্ঞেস করেন। কি কারণে দিছি বা দেয়নি ওনি ভালো বলতে পারবেন।
তবে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু কোন মন্তব্য করেননি।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা বাসেতের সভাপতিত্বে সকালের অনুষ্ঠানে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাউজ্জামান স্মৃতি, যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুর রউফ চান মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পলু, সাংস্কৃতিক সম্পাদক এলেন মল্লিক, সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, জেলা শ্রমিক লীগের সহসভাপতি আব্বাস আলী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি জেবুন্নেসা জেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু সঞ্চালনায় বিকেলে অনুষ্ঠানে শহর আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, শ্রম বিষয়ক সম্পাদক ওয়াজির হাসান খান শরীফ হাজারী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ শামস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা বাসেতের নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট মামুনুর রশীদ মামুনের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন করেন। অপরদিকে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনুর নেতৃত্বে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি এবং জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছানোয়ার হোসেনের ঈগল প্রতীকের পক্ষে কাজ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চলে আসছিল। গত (২১ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জেলা মহিলা আওয়ামী লীগের দুই পক্ষের হাতাহাতি হয়। এ ঘটনায় পাঁচজন আহত হন।