দেলদুয়ারে ধানের পোকা দমনে পার্চিং উৎসব

কৃষি টাঙ্গাইল দেলদুয়ার

স্টাফ রিপোর্টার ॥
পোঁকামাকড় ও রোগবালাই থেকে ফসলকে রক্ষা করা, কীটনাশকের ব্যবহার কমিয়ে আনা ও পরিবেশ সম্মতভাবে ফসল উৎপাদন করার জন্য বোরো ধান ক্ষেতে পার্চিং উৎসব (ডাল পোতা উৎসব) শুরু হয়েছে। টাঙ্গাইলের দেলদুয়ারে কৃষকদের নিয়ে বোরো ধান ক্ষেতে ডালপালা পুঁতার কার্যক্রমের উদ্যোগটি নিয়েছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর এ কারণে উপজেলার কৃষকের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে বোরো ধান ক্ষেতের পোকা দমন করার পার্চিং পদ্ধতি।
দেলদুয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়নের ২৪ টি ব্লকে এক যোগে এই পাচিং উৎসব করা হয়েছে। পাচিং উৎসবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা কৃষি অফিসার মাহবুবুল হাসান, অতিরিক্ত কৃষি অফিসার সুফিয়া আক্তার, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার আবু ইসাহাক সিদ্দিকীসহ ২৪ টি ব্লকের সকল উপ-সহকারি কৃষি অফিসারবৃন্দ। এ সময় প্রতিটি ব্লকে কৃষকরা উপস্থিত থেকে পাচিং উৎসব পালন করেন।
জানা যায়, ক্ষতিকারক পোকার আক্রমণ থেকে বোরো ধান ক্ষেত রক্ষায় এ পদ্ধতি একটি পরিবেশ বান্ধব প্রযুক্তি। সাধারণত ‘লাইভ পার্চিং’ ও ‘ডেথ পার্চিং’ নামের দুই ধরনের পার্চিং পদ্ধতি ব্যবহার হয়ে থাকে। কৃষকরা এ প্রযুক্তি ব্যবহার করে ফসলের অধিক ফলন পেয়ে থাকে। এছাড়া জমিতে কীটনাশক খরচ কম ও পরিবেশের ভারসাম্য রক্ষা পায়। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গ্রামগঞ্জের কৃষকরা ধান লাগাচ্ছে, কিছু কিছু ধান ক্ষেত সবুজ হয়েছে যা বাতাসে দুল খাচ্ছে। ক্ষেতের মধ্যে একর প্রতি ১০ থেকে ১২ টি বাঁশের কঞ্চি কিংবা গাছের ডাল পোঁতা রয়েছে। ওই পার্চিংয়ে (খুঁটিতে) ফিঙ্গে, শালিক, দোয়েলসহ বিভিন্ন প্রজাতির পাখি বসছে। সুযোগ বুঝে ধানক্ষেতে থাকা ক্ষতিকর পোকা ওইসব পাখিরা খেয়ে ফেলছে।

 

 

২৫২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *