টাঙ্গাইল লৌহজং নদী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল শহরের মধ্য দিয়ে প্রবাহিত লৌহজং নদী বেদখল ও ময়লা আবর্জনায় ভরে গেছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) দিনব্যাপী লৌহজং নদী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ পরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আইরিন আক্তার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, বিডিক্লিনের প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম রবি, জেলা সমন্বয়ক এমরান রহমান অনিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

২৪৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *