সোহেল রানা, কালিহাতী।।
টাঙ্গাইলের কালিহাতীতে স্বাধীনতার ইশতেহার পাঠক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের ৮১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১ মার্চ) সকালে জন্মবার্ষিকী উপলক্ষে কলেজ চত্বরে শাজাহান সিরাজের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মজিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রস্তাবক কায়কোবাদ সিদ্দিকী কবির, অভিভাবক সদস্য হোসেন আলী সিকদার, কৃষি শিক্ষা বিষয়ক সহকারী অধ্যাপক সোহরাব আলী মিয়া, প্রাণী বিদ্যা বিষয়ক সহকারী অধ্যাপক ড. হাসিনা বেগম ও মাহমুদা বিলকিস, বাংলা বিষয়ের জেষ্ঠ্য প্রভাষক তারিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি আরিফুল ইসলাম, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের সহকারী শিক্ষক রশিদুল ইসলাম রতন ও অফিস সহকারী হাবিবুর রহমান তালুকদার প্রমুখ।