
স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইলের একটি ফাস্টফুড ও একটি রেষ্টুরেন্টকে ভ্রাম্যমান আদালতে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে টাঙ্গাইল পৌরসভার কলেজ পাড়ার পথিক ফাস্টফুড এন্ড বেকারীর কারখানায় ও রাবনা বাইপাস এলাকায় মায়া হোটেল এন্ড রেস্টুরেন্টে এই অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর।
অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আকতারুজ্জামান। অভিযানে পথিক ফাস্টফুড এন্ড বেকারীর কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরীর অপরাধে ও মায়া হোটেল এন্ড রেস্টুরেন্টের রেস্তোরাঁ লাইসেন্স না থাকার অপরাধে নিরাপদ খাদ্য আইনে পৃথক ভাবে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো.রিয়াদ রায়হান আবির , স্যানেটারী ইনেসপক্টের শাহিদা আক্তার ও কুনজুমারর্স এসোসিয়েশনের টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।