শামসুন নাহার শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ায় ধনবাড়ীতে আনন্দ মিছিল

টাঙ্গাইল ধনবাড়ী লিড নিউজ

স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামের কৃতি সন্তান শামসুন নাহার এমপিকে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) সন্ধায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহনের পর ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় হতে আনন্দ মিছিলটি বের হয়ে উপজেলা শহর ও টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক পদক্ষিন করে।
ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ, পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল ও আওয়ামী লীগ নেতা শাহরিয়ার শিবলুসহ অন্যান্য নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন।।

১৪১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *