স্টাফ রিপোর্টার ।।
'সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো' এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ মার্চ) সকালে জেলা নির্বাচন অফিসের প্রাঙ্গন থেকে বর্নাঢ্য একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা নির্বাচন অফিসের সম্মেলনে কক্ষে আলোচনা সভার মিলিত হয়৷
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার মতিয়ুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভার বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট ইব্রাহীম খলিল, এনএসআইয়ের উপ পরিচালক মো. জাকির হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
এসময় সরকারী দপ্তরের কর্মকর্তা, কাউন্সিলর এবং ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। পরে ৫ জনকে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।