স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইলে মাদকের বিরুদ্ধে ম্যারাথনের আয়োজন করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এসএস ক্লাব। শুক্রবার (১ মার্চ)) সকাল ৬ টার দিকে শহরের ছয়আনী পুকুর পাড় থেকে শুরু হয়ে বাজিতপুর,শান্তিকুঞ্জ মোড় হয়ে ছয়আনী পুকুর পাড়ে এসে শেষ হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানায়,মাদককে না বলুন,নেশা থেকে দূরে থাকুন। মাদক থেকে দূরে রাখার জন্য এই ম্যারাথন করা হয়েছে। ম্যারাথনকে দু ভাগে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপ ১০ কিলোমিটার ও দ্বিতীয় গ্রুপ ২১ কিলোমিটার। ম্যারাথন শেষে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ম্যারাথনে প্রায় ৭০ জনের মতো রানার অংশগ্রহণ করে।
এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোদকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত ম্যাজিসটেস্ট জিয়াউল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার মুহাইমিনুল ইসলাম , দীপ ভৌমিক, প্রমূখ।
১০ কিলোমিটার দৌড়ে প্রথম হন ইমরান,২য় এস এম আশিক,৩য় শাহাদত হোসেন,মেয়েদের মধ্যে ১ম সামিয়া ,২য় সুইটি,৩য় আনিকা সুলতানা ও ২১ কিলোমিটার দৌড়ে ১ম ইমরান হোসাইন,২য় সজিব খান ও ৩য় হন আজিজুল হাকিম ।