স্পোর্টস রিপোর্টার ॥
ক্রিকেটের নগরী চট্রগ্রাম জেলা ক্রিকেট দলের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩ উইকেটে জয়লাভ করেছে ক্রিকেটে নবজাগরনের রংপুর জেলা ক্রিকেট দল। সোমবার (৪ মার্চ) টাঙ্গাইল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৩-২৪ সেশনে টাঙ্গাইল ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ বেলা ১টায় অনুষ্ঠিত হয়।
ভোর রাতে বৃষ্টি হওয়ায় পিচ কিছুটা অনুপযুক্ত থাকায় ৫০ ওভারের ম্যাচটি কার্টেল করে ২৩ ওভারে অনুষ্ঠিত হয়। টস জয়ী চট্রগ্রাম জেলা ক্রিকেট দল প্রথমে ব্যাটিং করে ১৭ ওভার ৫ বলে ১০ উইকেট হারিয়ে ৭১ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে শামউদ্দিন বাপ্পা সর্বোচ্চ ৩২ রান করে। বিজয়ী রংপুর জেলা দলের ফিরোজ ১০ রানে ৪টি উইকেট দখল করে চট্রগ্রামের ব্যাটিং লাইনে ধস নামান। এছাড়া চাঁন, ফাহিম ও রনি প্রত্যেকে ২টি করে উইকেট দখল করে।
জবাবে রংপুর জেলা ক্রিকেট দল ফরহাদের ব্যাটিংয়ে প্রথমে দ্রুতলয়ে রান তুললেও ৫০ রানে ৫টি উইকেট পতন হলে চাপে পড়ে যায়। খেলার শেষ ওভারে ৭ উইকেট পতনের পর শ্বাসরুদ্ধকর মুহুর্তে রংপুর জেলা ক্রিকেট দল ৩ উইকেট হাতে রেখে খেলার শেষ ওভারের দ্বিতীয় বলে জয়সূচক ৪ মেরে জয়লাভ নিশ্চিত করে। দলের পক্ষে ফরহাদ সর্বোচ্চ ২৭ রান করে। বোলিংয়ে বিজিত চট্রগ্রাম জেলা ক্রিকেট দলের পক্ষে রতন দাস, রনি চৌধুরী ও রিফাত ২টি করে উইকেট দখল করে।
খেলায় আম্পায়ার ছিলেন- আশিফুর রহমান ও শাহিন আল আসাদ, স্কোরার- উত্তম কুমার গৌড়। আগামী (৬ মার্চ) খেলায় অংশগ্রহণ করবে নাটোর জেলা ক্রিকেট দল ও রংপুর জেলা ক্রিকেট দল।