টাঙ্গাইলে আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে বাণিজ্যিক স্থাপনা

টাঙ্গাইল টাঙ্গাইল সদর টাঙ্গাইল স্পেশাল লিড নিউজ

সাদ্দাম ইমন ॥
টাঙ্গাইলে আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে একের পর এক গড়ে উঠেছে বাণিজ্যিক স্থাপনা। আবাসন ভবনের অনুমোদনের বাইরে বাণিজ্যিক স্থাপনার পাশাপাশি নির্মাণ করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানও। অন্যদিকে, ব্যক্তি মালিকাধীন প্লটের বাইরে গিয়ে সড়কের একাংশ দখল করে নিজের সুবিধার্থে ব্যবহার করছে কেউ কেউ। তবে প্রতিটি আবাসিক এলাকায় কি পরিমাণ নকশা বহির্ভূত ভবন বা অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার সঠিক হিসাব নেই টাঙ্গাইল পৌরসভার কাছে। পৌরসভার চরম উদাসিনতায় আবাসিক এলাকায় অনুমোদনের বাইরে গিয়ে এভাবে অপরিকল্পিত বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলায় ক্ষোভ প্রকাশ করেন টাঙ্গাইল পৌরবাসি।
বেসরকারি তথ্য মতে জানা যায়, টাঙ্গাইল পৌর শহরের কলেজ পাড়া, আদালত পাড়া, আকুরটাকুর পাড়া, রেজিস্ট্রিপাড়া, সাবালিয়া, ছোট কালিবাড়ি, পলাশতলীসহ অন্যান্য আবাসিক এলাকায় অনুমোদনের বাইরে অবৈধভাবে প্রায় পাঁচ শতাধিক বাণিজ্যিক ও ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এরমধ্যে সিগারেটের ডিস্ট্রিবিউটরের অফিস থেকে শুরু করে ব্যাংক, রড-সিমেন্টের দোকান, বোতলজাত সিলিন্ডারে গ্যাস বিক্রির দোকান, রেস্ট হাউস, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, বিভিন্ন ওয়ার্কসপ, গার্মেন্ট, বিভিন্ন শো-রুম, ছোট-বড় বিভিন্ন কারখানাসহ অনেক ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া স্থায়ী বাণিজ্যিক স্থাপনার পাশাপাশি সড়কের দুইপাশে অস্থায়ীভাবে কাঁচামাল, নিত্যপণ্য, শাকসবজি ইত্যাদি কেনাবেচার কার্যক্রমও ব্যাপকতা পেতে পারে। ফলে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হবে।
আকুরটাকুর পাড়ার বাসিন্দা জাকির হোসেন বলেন, আবাসিক এলাকার পরিবেশ সাধারণত অনেকটা নিরিবিলি ও নিরাপদ থাকে। অথচ এই আবাসিক এলাকায় অনুমোদনহীনভাবে গড়ে উঠেছে বহুবিধ বাণিজ্যিক প্রতিষ্ঠান। কলেজ পাড়া এলাকার বাসিন্দা মকবুল হোসেন বলেন, আমরা দেখছি আবাসিক এলাকায় অনুমোদনের বাইরে অনেকে গৌর ঘোষের মিষ্টির কারখানাসহ বহু বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এসবের ফলে যাতায়াত ব্যবস্থা ও শিশু-কিশোরদের খেলাধুলায় বিঘ্ন ঘটছে। এছাড়াও অপরিকল্পিতভাবে আবাসিকে বিভিন্ন স্থাপনা গড়ে উঠায় আবাসিকের পরিবেশ নষ্ট হচ্ছে। রেজিস্ট্রিপাড়া এলাকার বাসিন্দা আলমগীর পারভেজ বলেন, আমাদের আবাসিক এলাকগুলোতে অবৈধভাবে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব স্থাপনা এখান থেকে সরিয়ে নেয়ার জন্য আমরা বিভিন্ন সময় পৌরসভাকে জানিয়েছি। কিন্তু পৌরসভা কোন উদ্যোগ নিতে আজ পর্যন্ত দেখি নাই।
এ বিষয়ে টাঙ্গাইল পৌর কর্তৃপক্ষ জানান, বেশ কয়েক বছর ধরে আবাসিক এলাকাগুলোর তথ্য হালনাগাদ করা হয়নি। তবে সাম্প্রতিক সময়ে আবাসিক এলাকাগুলোর তথ্য হালনাগাদ করার একটি উদ্যোগ গ্রহণ করেছি। পরিকল্পিত আবাসিক এলাকায় কারা নকশা বহির্ভূতভাবে স্থাপনা গড়ে তুলেছে, আমরা তাদের তালিকা করছি। এরপর সেসব ভবন মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *