গোপালপুর প্রতিনিধি||
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মোহনপুর আনসার আলী মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মার্চ) আল এহসান ছাত্র কাফেলা মোহনপুর এর আয়োজনে মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসে দিনব্যপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে আল এহসান ছাত্র কাফেলা মোহনপুর এর সভাপতি আলহাজ্ব হাঃ মোঃ মাজহারুল ইসলাম এর তত্বাবধানে, সুলতান আফজাল আইয়ুবী কিশোরগঞ্জ এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল ফারুক ক্যাপ প্রোডাঃ এর পরিচালক মোঃ আলা উদ্দিন মাসুম,আন্যান্ন অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার মোহতামিম মুফতী ইউসুফ মাহমুদ কাসেমী, মুফতী রাজিবুল ইসলাম রাফিকী, ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জুলহাস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্বাস তালুকদার, মাঃ রেজাউল করিম প্রমুখ।
এসময় অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন কলরবের, তাওহীদ জামিল,জিহাদ হাসান,ফজলে এলাহি সাকিব,হুজায়ফা ইসলাম। এবং আবাবিল শিল্পী গোষ্ঠীর, শরীফ মাহমুদ, সাদিকুল ইসলাম আনসারী, রবিউল ইসলাম আনসারী। হেভেন টিউনের ওলিউল্লাহ সাদি,আল আমিন, মাহমুদুল হাসান জীম প্রমুখ