স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইল পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পরিত্যাক্ত একটি বাসে আগুন ধরিয়ে দেয় কে বা কারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে ফেলে। সোমবার (৪ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র সহকারী স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ জানান, বিকেলে নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি পরিত্যক্ত বাসে আগুন লাগার খবর পান। পরে তারা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এ সময় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি। তবে বাসটিতে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
১৪৪ Views