
কালিহাতী প্রতিনিধি ।।
টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদীর অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ৯ জেলেকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৪ মার্চ) সকাল ১১ টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন।
তিনি জানান, যমুনা নদীর এই অভয়াশ্রমে দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধির জন্য সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষিত হওয়া সত্ত্বেও কিছু অসাধু জেলে গোপনে মাছ ধরার চেস্টা করে। পরে নৌ পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়। তিনি আরও জানান, দেশীয় মাছের বংশবৃদ্ধি রক্ষার্থে এরকম অভিযান চলমান থাকবে।