
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে শহর গোপীনপুর ফাজিল মাদরাসায় এসএসসি সমমান দাখিল পরীক্ষায় অসুদপায় অবলম্বন করায় ৮ শিক্ষার্থী কে বহিষ্কার করেছে ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস। মঙ্গলবার (৫ মার্চ) ইংরেজি ২য় পত্র পরীক্ষা শুরু হলে শহর গোপীনপুর ফাজিল মাদরাসার ১ ও ২নং হলে শিক্ষার্থীদের দেহ তল্লাশী করে নকল পাওয়ার অপরাধে শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়। বহিষ্কারের বিষয়ে শহর গোপীনপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোসলেম উদ্দিন সত্যতা স্বীকার করে জানান, শিক্ষার্থীদের দেহ তল্লাশী করে নকল পাওয়ায় তাদের বহিষ্কার করেছে।
সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস ও মাদ্রাসার অধ্যক্ষ মোসলেম উদ্দিন জানান গত ১৪ ফেব্রুয়ারী থেকে ঢাকা বিভাগে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। ৮ শিক্ষার্থী বহিস্কারের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস জানান, পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করার অপরাধে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।