স্টাফ রিপোর্টার ॥
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় টাঙ্গাইল ভেন্যুতে টানা ২টি জয়লাভ করে পূর্ন ৪ পয়েন্ট নিয়ে রংপুর জেলা ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে আছে। বুধবার (৬ মার্চ) টাঙ্গাইল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তৃতীয় ম্যাচে রংপুর জেলা ক্রিকেট দল ১০৩ রানে নাটোর জেলা ক্রিকেট দলকে পরাজিত করেছে।
খেলায় টস জয়ী রংপুর জেলা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৩ রান করে। দলের পক্ষে ওমর ফরহাদ ২টি ছক্কা ও ৭টি চারে ১২৭ বলে সর্বোচ্চ ৯৯ রান করে। এছাড়া মীম মোসাদ্দেক ৪১ রান করে। বিজিত নাটোর জেলা ক্রিকেট দলের পক্ষে মেহেদী হাসান ৫১ রানে ৩টি এবং জুনায়েদ ও শোভন দাস প্রত্যেকে ২টি করে উইকেট দখল করে।
নাটোর জেলা ক্রিকেট দল জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৭.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০০ রান করলে ১০৩ রানে পরাজিত হয়। দলের পক্ষে সুজন হাওলাদার সর্বোচ্চ ২৫ এবং মেহেদী হাসান ২০ রান করে। বোলিংয়ে বিজয়ী রংপুর জেলা দলের পক্ষে আবিরুজ্জামান ৩৩ রানে ৩টি উইকেট দখল করে। এছাড়া রনি, চাঁন ও ফিরোজ প্রত্যেকে ২টি করে উইকেট দখল করে।
খেলায় আম্পায়ার ছিলেন- মঞ্জুরুল হাসান খান ও শাহ আব্দুল আজিজ বাপ্পী এবং স্কোরার মির্জা মাসুদুল হোসেন খোকন।
বৃহস্পতিবার (৭ মার্চ) খেলায় অংশগ্রহণ করবে- চট্রগ্রাম জেলা ক্রিকেট দল ও মৌলভীবাজার জেলা ক্রিকেট দল।
টাঙ্গাইল স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে নাটোরকে হারালো রংপুর
১৬০ Views