
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে কবি নাহিদ হোসনা রচিত ‘দাইন্যা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা’ গ্রন্থের প্রকাশনা ও সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে ছায়ানীড়ের আয়োজনে ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক লুৎফর রহমান এর সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় টাঙ্গাইল সদরের দাইন্যা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই প্রকাশনা ও সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়।
ছায়ানীড়ের প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান এর সভাপতিত্বেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান অধ্যাপক ডা. রতন চন্দ্র সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দাইন্যা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও ডিন অধ্যাপক ড. ইকবাল মাহমুদ, বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, ভূমি কর্মকর্তা আব্দুস ছাত্তারসহ দাইন্যা ইউনিয়নের সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ‘দাইন্যা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং গ্রন্থের লেখিকা কবি নাহিদ হোসনাকে সংবর্ধনা প্রদান করা হয়।