স্টাফ রিপোর্টার ।।
সারাদেশের মতো নানা কর্মসুচীর মধ্যদিয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। বৃহস্প্রতিবার (৭ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় ও শহিদ স্মৃতি পৌর উদ্যোনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহিদ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সহ-সভাপতি সংসদ সদস্য ছানোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সংসদ সদস্য ছোট মনিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রয়াত সদস্য, শহিদ জাতীয় চার নেতা এবং শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।