
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এই ঘটনা ঘটে।
টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশন পুলিশ ইনচার্জ আলী আকবর জানান, সকালে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় রেললাইনের পাশে কয়েক খন্ড দেহ পড় থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে কয়েক খন্ড লাশ উদ্ধার করা হয়। তবে এই লাশ দেখে ধারণা করছি তার বয়স আনুমানিক ৩০ বৎসর। তবে তার এখনো পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।