
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে কৃষকদের সরিষা ফসলের মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের আগ দেউলী গ্রামে বিনা সরিষা -১১ জাতের এ মাঠদিবস হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় দেলদুয়ার উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ মাঠদিবস অনুষ্ঠিত হয়।
দেউলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন দেলদুয়ার উপজেলা কৃষি অফিসার মাহবুবুল হাসান, বিশেষ অতিথি ছিলেন দেউলী ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, মহিলা ইউপি সদস্য হেলেনা আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান ও দেলোয়ার হোসেন।
মাঠ দিবসটি সঞ্চালনা করেন স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারহানুল কবির। এ সময় প্রায় ৮০ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।