
স্টাফ রিপোর্টার ॥
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদি মহিলা দলের উদ্যোগে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকালে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্টান্ডে হবিবুর রহমান প্লাজার সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালীটি টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক এডভোকেট রক্সি মেহেদী। র্যালীতে মহিলা দলের সকল স্তরের নেত্রীরা উপস্থিত ছিলেন।