ডিসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বার সমিতির বিজয়ীরা

আইন আদালত টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির নির্বাচনে বিজয়ী হওয়ার পর সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানলের পক্ষ থেকে জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার (১০ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জেয়াহের, এডভোকেট বার সমিতির নব নির্বাচিত সভাপতি একেএম শামিমুল আকতার, নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহান শাহ সিদ্দিকী মিন্টু, সহ-সভাপতি নুরুল আমিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মনিরুল ইসলাম খান, জজ কোর্টের পিপি এস আকবর খান, নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আলী আহমেদ ও স্পেশাল পিপি মওশীন শিকদার, বারের সাবেক সাধারণ সম্পাদক শহিদুর রহমান, এপিপি আনিসুর রহমান হুয়ায়ন প্রমুখ।

১৪১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *