
স্টাফ রিপোর্টার ।।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোরের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মার্চ) আর্মি মেডিক্যাল কোর সেন্টার এন্ড স্কুলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা আর্মি মেডিক্যাল কোরের ১৪তম ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হন এবং সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠানে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার আদিল চৌধুরীসহ বিভিন্ন পদবীর সেনা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।