
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে আলাউদ্দিন টেক্সটাইল মিলে (এটিএম) লুঙ্গির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সহায়তায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রবিবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ক্ষুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। এতে কারখানার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
টাঙ্গাইলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটকে খবর দিয়ে আনা হয়। তবে তিনটি ইউনিট কাজ করেই ৪৫ মিনিটের মধ্যে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। তবে ক্ষতির পরিমানও জানা যায়নি।
তিনি আরও বলেন, কাখানার জায়গাটা রিসাইকলিং সেন্টার। এখানে জুট থেকে তুলা তৈরি করা হয়। তাই অনেকটাই আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা ছিল। তাই ৫টি ইউনিট স্পটে আনা হয়েছিল।