স্টাফ রিপোর্টার ।।
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, র্স্মাট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যে সারাদেশের মতো রবিবার (১০ মার্চ) টাঙ্গাইলেও জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সদর উপজেলায় বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ভুমিকম্প, অগ্নিকান্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতি মোকাবেলায় করণীয় বিষয়ে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা মহড়ায় অংশ নেন।
অতিরিক্ত জেলা প্রশাসক নাফিসা আক্তারের সভাপত্বিতে অনুষ্ঠানে টাঙ্গাইল ফায়ার সার্ভিস সহকরী পরিচালক শফিকুল ইসলাম, ঘারিন্দা ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষার্থী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন ।