স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা ঠিকাদার সমিতির কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য গোলাম কিবরিয়া বড় মনিকে সভাপতি এবং এম আর খান টুটুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) গাজীপুরের শিল্পকুঞ্জ রিসোর্স জেলা ঠিকাদার সমিতির বনভোজনে এ কমিটি গঠন করা হয়েছে।
জেলা ঠিকাদার সমিতির সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি এবং সাধারণ সম্পাদক এম আর খান টুটুল বলেন, সর্ব সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। সবাইকে নিয়ে যথাপোযুক্ত কমিটি গঠন করা হবে।
দিনব্যাপী অনুষ্ঠানে মধ্যে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্রসহ নানা আয়োজন। এ সময় টাঙ্গাইল জেলার সকল ঠিকাদার এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
১৩৮ Views