স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির আমানত কুপন এর টাকা ফেরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ) সকালে টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির আয়োজনে নতুন বাস টার্মিনালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির সম্মানিত উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও একুশে প্রতাপ প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া (বড় মনি)’র সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী সভাপতি মো নাজিমুদ্দিন, যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার পাল, মোঃ কবির হোসেন, গোপালপুর মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব রহমতুল কিবরিয়া বেলালসহ বিভিন্ন প্রান্তের নেতৃবৃন্দ ও মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।