স্পোর্টস রিপোর্টার ॥
সারা দেশব্যাপী জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার ন্যায় টাঙ্গাইল স্টেডিয়ামে আয়োজিত জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা সাদামাঠা ভাবেই শেষ হলো। ক্রিকেট প্রেমী দর্শক প্রতিটি জেলার তারকা ক্রিকেটারদের খেলা দেখা থেকে বঞ্চিত হলো। আর রংপুর জেলা ক্রিকেট দল টানা তিনটি ম্যাচে জয়লাভ করে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে চুর্ড়ান্ত পর্যায়ে উঠে গেলো। আগামী (১৮ ও ১৯ মার্চ) কক্সবাজার স্টেডিয়ামে ৮টি ভেন্যুর চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে শুরু হবে চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত লড়াই।
রোববার (১০ মার্চ) টাঙ্গাইল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সর্বশেষ ম্যাচে রংপুর জেলা ক্রিকেট দল ১০৫ রানে মৌলভীবাজার জেলা ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টানা তিন ম্যাচ জয়ে রংপুর জেলা ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন, দুই ম্যাচে জয়ে নাটোর জেলা ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ এবং বাকী ২টি দল হলো ক্রিকেটের নগরী, আকরাম খান, নান্নু ও তামিম ইকবালের নগরী চট্রগ্রাম জেলা ও মৌলভীবাজার জেলা ক্রিকেট দল।
খেলায় টস জয়ী রংপুর জেলা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৯ রান করে। দলের পক্ষে হাসানুজ্জামান তুর্য ২টি ছক্কা ও ৪টি চারে ৯৭ বলে সর্বোচ্চ ৬৯ রান করে। মৌলভীবাজার জেলা ক্রিকেট দলের পক্ষে শাহিনুর রহমান ও কাউসার প্রত্যেকে ৩টি করে উইকেট দখল করে। জবাবে মৌলভীবাজার জেলা ক্রিকেট দল জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৭.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১৪ রান করলে ১০৫ রানে পরাজিত হয়। দলের পক্ষে সজিব দাশ সর্বোচ্চ ২০ রান করে। বোলিংয়ে বিজয়ী রংপুর জেলা দলের পক্ষে আব্দুর রহমান ২০ রানে ৪টি উইকেট দখল করে।
টসঃ রংপুর জেলা ব্যাটিংয়ে রংপুর জেলা- ২১৯/৯ (৫০ ওভার) মঈনুল ইসলাম ২২, ওমর ফারুক ৬, রাইসুল ইসলাম ১০, সালমান খান ৪৬, হাসানুজ্জামান তুর্য ৬৯, আবিরুজ্জামান আবির ২৯, ফিরোজ ৫, চাঁন ৯, মুহিব বিল্লাহ অপরাজিত ৬, বোলিংয়ে- মৌলভীবাজার জেলা- শাহিনুর রহমান ১০-৩-৩৩-৩, আমিনুল ইসলাম ১০-১-৪৯-০, নাঈম আহমেদ ৫-০-১৯-০, কাউসার মিয়া ৫-০-৩৩-৩, সজিব দাশ ৯-১-২৭-১, নাঈম হোসেন সাকিব ৮-০-৩৯-১ ও জাবির হোসেন জাভেদ ৩-০-১৭-০। উইকেট পতন- ২৪/১, ২৪/২, ২৯/৩, ৫৪/৪,১২৯/৫, ১৭২/৬, ২০৪/৭, ২০৫/৮, ২১৯/৯।
ব্যাটিংয়ে- মৌলভীবাজার ১১৪/১০ (৩৭.২ ওভার) সজিব দাশ ২০, তাওহিদুল তাজিদ ১০, শাহিনুর রহমান ১৯, শাহনাছ আহমেদ ১৬, নাঈম হোসেন সাকিব ১৬, নাঈম আহমেদ ৭, আমিনুর ইসলাম ৭। বোলিংয়ে- রংপুর জেলা- মুহিব বিল্লাহ ৭.২-০-১৫-২, আবিরুজামান আবির ৪-১-২১-০, ফিরোজ ৮-১-৩০-৩, চাঁন ৭-১-২১-৩, রাইসুল ইসলাম ১-০-৬-০, আব্দুর রহমান ১০-৪-২০-৪। উইকেট পতন- ২/১, ২৯/২,৪০/৩,৪১/৪, ৬৯/৫, ৮২/৬, ৮২/৭, ৯০/৮, ৯৯/৯, ১১৪/১০।
খেলার ফলাফল- রংপুর জেলা ১০৫ রানে জয়ী।
আম্পায়ার- খালেদ মাহমুদ রুবেল ও আসিফুর রহমান এবং স্কোরার- মির্জা মাসুদুল হোসেন খোকন।