বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশীপ (বিবিএফসি) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

খেলা টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশীপ (বিবিএফসি) ২০২৪ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে চলতি বছরের কোরবানির ঈদের পরদিন বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশীপ আয়োজনকে সুন্দর করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ৯১ (ঐকতান) ছাত্র এবং টাঙ্গাইল জেলা বাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনিকে (বিবিএফসি) ফুটবল চ্যাম্পিয়নশীপের চেয়ারম্যান নির্বাচন করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০০৮ সালের বিবিএফসি ফুটবল চ্যাম্পিয়নশীপের আয়োজক চেয়ারম্যান মফিজুল ইসলাম মজনু, ঐকতান ৯১ এবং সাংবাদিক মোজাম্মেল হক, এসএসসি ব্যাচ ৯৩ এর ওমর মাহমুদ উজ্জলসহ বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন এসএসসি ব্যাচের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসএসসি ২০১৫ ব্যাচের আয়োজক প্রধান সমন্বয়কারী মোহাম্মদ হাসিবুল আলম নাঈম মতবিনিময় অনুষ্ঠানটি পরিচালনা করেন।
নবনির্বাচিত বিবিএফসি’র চেয়ারম্যান গোলাম কিবরিয়া বড়মনি বলেন, ২০২৪ সালে বিবিএফসি ফুটবল চ্যাম্পিয়নশীপকে জামজমকপূর্ণভাবে আয়োজন করতে চেষ্টার কমতি রাখবেন না। তিনি সবার কাছে দোয়া প্রার্থী।

 

২৬৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *